adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ দিনেই এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা

MINISTERনিজস্ব প্রতিবেদক :  এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৫ থেকে ৬ দিনের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার্থীদের টেনশন কমাতে ও সময় বাঁচাতেই এ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
৩ এপ্রিল রবিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান নাহিদ।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় ধরে এইচএসসি ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়, তারা টেনশনে থাকে। তাই পরীক্ষার সময় কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা আগে যখন পরীক্ষা দিতাম, তখন এইচএসসি পরীক্ষা ৬ দিনেই শেষ হয়ে যেত। সকালে এক পার্ট, বিকেলে অন্য পার্টের পরীক্ষা দিতাম। কিন্তু এখন দুই থেকে তিন দিন সময় দেওয়ার পরও অভিভাবকদের মন ভরে না। তবে হুট করে সময় কমানো যাবে না। আস্তে আস্তে এটি বাস্তবায়ন করতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় দেড় লাখ। এ থেকে বোঝা যায়, ঝরে পড়ার হার কমছে। শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। আশা করছি সামনে আরও এ হার বাড়বে।’
প্রশ্ন ফাঁস হওয়ার কোনও আশঙ্কা নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁস হওয়ার কোনও আশঙ্কা নেই। এ বিষয়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। গোয়েন্দারা মাঠে কাজ করছেন। ফেসবুক থেকে শুরু করে সবখানে নজরদারি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ গুজবও ছাড়ায়, তাকে ধরে শাস্তি দেওয়া হবে। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা। তাছাড়া আমাদের এ আইন করার পর থেকে প্রশ্ন ফাঁস তো দূরের কথা গুজব ছড়াতেও কেউ চেষ্টা করে না।’

এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮, যা গত বছরের চেয়ে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।

সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া