adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্তান বিক্রির বিজ্ঞাপন, বাবা গ্রেপ্তার

child sellpic-1_107859_0আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ১০ দিনের নবজাতককে বিক্রির চেষ্টা করার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাজিলের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর বেলো হরিজন্তে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আবিমায়েল কস্টা। সে তিন সন্তানের জনক। শিশুটির মা এ সম্পর্কে জানে না বলে  স্থানীয় পুলিশকে জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে। ই-কর্মাস সাইট ‘ওএলএক্স’-এ সম্প্রতি এই বিজ্ঞাপন দেয়া হয়।

আবিমায়েল কস্টা শিশুটির ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেন, দশ দিন বয়সী একটি সুন্দর ছেলে শিশু বিক্রি করতে চাচ্ছি। তার স্বাস্থ্য ভালো। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চমৎকার বিনিয়োগ। দরকষাকষি করা যাবে।

পুলিশ এই ঘটনায় মা-বাবা উভয়কেই গ্রেপ্তার করেছে। প্রথম দিকে কস্টা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিল। পরে সে বিষয়টি স্বীকার করে এবং এটি মজার উদ্দেশ্যে করা হয়েছে বলা জানায় সে।

গোয়েন্দা কর্মকর্তা এনা মারিয়া ডস সান্তোষ বলেন, এই ধরনের তামাশার ফলাফল খুবই ভয়াবহ। যদিও সে দাবি করেছে, খারাপ কোনো উদ্দেশ্যে থেকে এই কাজ করেনি। এভাবে ইন্টারনেটে সন্তান বিক্রির বিজ্ঞাপন দেয়া অবশ্যই ফৌজদারি অপরাধ। যদিও শিশুটির সঙ্গে দুর্ব্যবহারের কোনো প্রমাণ আমরা পাইনি। তবে এই ধরনের ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নেই আমরা। অভিযুক্ত বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ এনে মামলা করা হবে।

শিশুটির মা ফিয়েমা আপারিসিডা বলেন, এই খবর শুনে অনেক আঘাত পেয়েছি। আমি জানি না, আমার স্বামী এই কাজ করেছে কিনা। আমাদের তিনটি সুন্দর শিশু রয়েছে। তাদের সঙ্গে কখনোই দুর্ব্যবহার করা হয়নি। আমি আমার স্বামীর অভিসন্ধি বুঝতে পারছি না।  

তাদের তিন সন্তান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত বাবাকে কারাগারে যেতে হতে পারে। সূত্র: দ্য সান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া