adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ জামাল-মোহামেডানের ম্যাচ স্থগিত

bff-logoক্রীড়া প্রতিবেদক : স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ঘিরে বিপত্তি কাটছেই না। শেখ জামাল আগেই ঘোষণা দিয়েছে তারা চাহিদা মতো আট ফুটবলারকে না পেলে মাঠে নামবে না। এই দাবিতে তারা আদালতেও গেছে। রোববার রিটের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি।

এই অবস্থায় আজকের ম্যাচটি বাতিল করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শেখ জামালের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই বিষয়ে বলেন, 'আজ শুনানি হচ্ছে না এটা নিশ্চিত। এখন এটি সোমবার বা অন্য কোনও দিন হবে তাও বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত রবিবার আদালতের কার্যতালিকায় বাফুফে ও শেখ জামালের বিষয়টি নেই।'

এদিকে রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাঠে নামতে পারছেন না ওই আট ফুটবলার। তারা হলেন- মামুনুল ইসলাম, রায়হান হাসান, শহিদুল আলম সোহেল, জামাল ভূঁইয়া, শেখ আলমগীর কবির রানা, সোহেল রানা, নাসিরুদ্দিন চৌধুরী ও ইয়ামিন মুন্না।

শেখ জামালের দাবি, তাদের কাছ থেকে টাকা নিয়েও অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছে ওই খেলোয়াড়রা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া