adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ – নিহত ১

GARIআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে যাত্রীবাহী গাড়ির সঙ্গে এক বিমানের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় পাইলটসহ আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার সান দিয়াগো শহর থেকে ৫০ কিলোমিটার দূরের উত্তরে এক সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে বলে বিবিসি জানিয়েছে।

বিমানটি প্রায় ১৫০ ফুট দূর থেকে ছুটে এসে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা গাড়িটির সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সম্ভবত বিমানটিতে যান্ত্রিক গোলযোগ হয়েছিল। তাই এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা গাড়ির গায়ে এসে ধাক্কা খায়। এতে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির যাত্রী ৩৮ বছরের আনতোইনেটা ফ্রান্সেস ইসবেল্লে।

একই ঘটনায় পাইলটসহ আহত হয়েছেন আরো ছয় জন। আহতদের মধ্যে বিমানের তিনজন এবং বাকি তিনজন ছিলেন গাড়ির যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় গাড়ির চালক ও অন্য এক যাত্রী অক্ষত আছেন। গাড়ির বাম পাশে থাকায় তাদের কোনো ক্ষতি হয়নি।

বিমানটি কোন স্থান থেকে রওয়ানা করেছিল এবং এটি কোথায় যাচ্ছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া