adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই হারের কোন ব্যাখ্যা আজও খুঁজে পাননি সাকিব

c3eba99959d08f4f9b3e3d1a41c01685-56ff8f4b32797জহির ভূইয়া ঃ দীর্ঘদিন জনসম্মুখ বা ভক্তদের কাছ থেকে অনেকটা দূরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই ভক্তদের সামনে আসেননি। টি২০ বিশ্বকাপের পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে উন্মুক্তভাবে ভক্তদের সামনে এলন এবং কথা বললেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক।


রানার অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনেক আগেই সাকিব চুক্তিবদ্ধ। শনিবার রানার অটোমোবাইলস-এর নতুন একটি বাইক টারবো ১২৫ সিসি উদ্বোধন করতে বসুন্দরা সিটিতে উপস্থিত হন সাকিব। উদ্বোধন করেন নতুন মডেলের ১২৫ সিসি টারবো বাইক। এসময় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন সাকিব। ভারতের বিপক্ষে সুপার টেনে অভিশপ্ত সেই ১ রানের হার নিয়ে এই প্রথম কথা বললেন সাকিব। বলেন, ‘কেনও এই ম্যাচটা হেরেছি তা আমার জানা নেই। এই প্রশ্নের কোনও উত্তর খুঁজে পাই না। ম্যাচ হারার পর বাংলাদেশ ড্রেসিং রুমে একই অবস্থা বিরাজ করছিল। সবাই খুঁজছিল এই প্রশ্নের উত্তর; কেনও আমরা হারলাম? তবে আমার মনে হয় নতুন করে ১০০বার যদি এই অবস্থায় পড়ি। তাহলে আমরাই ম্যাচ জিতবো। এ নিয়ে আজ নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর পথ নেই। ভবিষ্যতে যাতে এ ধরনের অবস্থা না হয় সেটি হতে পারে আমাদের সবচেয়ে বড় শিক্ষা।’


বিশ্বকাপে বাংলঅদেশের মিশন নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম চ্যালেঞ্জটা ছিল দ্বিতীয় পর্বে আসা। সেটিতে আমরা ভালোভাবেই সফল হয়েছি। তারপর মূল পর্বে ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু ম্যাচ জিততে পারিনি একটিও। তাই নিজের কাছেই অতৃপ্তি রয়েছে। ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও বড় কোনও দলকে হারাতে পারিনি। আমাদের প্রাপ্তি রয়েছে অনেক। কিন্তু ম্যাচ না জেতাটাই সবচেয়ে বড় অতৃপ্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অন্যতম আলোড়ন সৃষ্টিকারী দল, এতে কোনও সন্দেহ নেই।’

সাধারণত খোলামেলা ভাবে জনসম্মুখে আসার সুযোগ হয় না সাকিবের। এমন একটি অনুষ্ঠান উপস্থিত থেকে সেই কথাটি নিজের মুখেই স্বীকার করলেন সাকিব। বলেন, ‘সাধারণত জনসম্মুখে খুব একটা আসা হয় না। অনেক দিন পর খেলার বাইরে মানুষের মাঝে আসলাম। খুব ভালো লাগছে।’ অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফি উৎসবে মাতেন সাকিব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া