adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনাল – অস্ট্রেলিয়ার চতুর্থ, না ওয়েস্ট ইন্ডিজের প্রথম

KOLKATA, WEST BENGAL - APRIL 02:  Stafanie Taylor, Captain of the West Indies and Meg Lanning, Captain of Australia pose with the Trophy during previews ahead of the Women's ICC World Twenty20 Indis Final between Australia and West Indies on April 2, 2016 in Kolkata, India.  (Photo by Ryan Pierse/Getty Images) স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়।

অজি নারীরা এর আগে পরপর তিনবার ফাইনাল খেলে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। এবার তারা টানা চতুর্থবারের মত ফাইনালে উঠেছে। অন্যদিকে, ক্যারিবীয়রা এবার প্রথমবারের মত ফাইনালে উঠেছে।

ফাইনাল ম্যাচ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক স্টেফানি টেইলর বলেছেন, আমরা খুবই রোমাঞ্চিত। এটি আমাদের প্রথম ফাইনাল। কিছুটা স্নায়ুচাপ থাকবে। কিন্তু আমাদের এটি শান্তভাবে মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার আমি যে দিকটার প্রশংসা করব সেটি হলো তারা ভয়হীন ক্রিকেট খেলে। আমিও আমাদের মেয়েদের বলি, ভয়হীনভাবে স্বাভাবিক ক্রিকেটটাই খেলো।

ক্যারিবীয় অধিনায়ক বলেছেন, অস্ট্রেলিয়া তিনটি শিরোপা জিতেছে। আমাদের হারানোর কিছু নেই। আমাদের শান্ত ও ইতিবাচক হতে হবে।

অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং বলেছেন, তিনটি শিরোপা চতুর্থটির নিশ্চয়তা দিবে না। এটি নির্ভর করবে রবিবার দল মাঠে কেমন খেলবে তার উপর।

তিনি আরও বলেন, আমি সবসময় বলেছি, আমরা এখানে শিরোপা রক্ষা করতে আসিনি। আমরা এখানে ২০১৬ আসরের শিরোপা জিততে এসেছি। আগামীকাল নতুন দিন। আমাদের নতুনভাবে শুরু করতে হবে। আগে কী ঘটেছে সেটি বিষয় না।

ল্যানিং বলেছেন, এতে কোনও সন্দেহ নেই যে আমরা জিততে ভালোবাসি। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক একটি দল। প্রতিটি টুর্নামেন্টই ভিন্ন। এটিকে আগের তিনটি টুর্নামেন্টের সাথে তুলনা করলে চলবে না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া