adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের ক্ষুধাটা একটু বেশিই

WEST INDIESস্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলের মন খানিকটা খারাপ! সেমিফাইনালে তার ব্যাট হাসেনি। তারপরও জয় পেতে অসুবিধা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ভারতকে তারা হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। ওই ম্যাচে হঠাৎ একাদশে জায়গা পাওয়া সিমন্সই হয়ে গেলেন গেইল। চার-ছক্কায় বন্যা বইয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

ফাইনালের টিকিট পেয়ে গেইলও ভেসে গেলেন আনন্দের জোয়ারে। মাঠে নাচলেন এবং সতীর্থদেরও নাচালেন। সেই ক্যারিবীয় নাচ দেখা গেছে টিম হোটেলেও। ওখানেই শেষ। এখন গেইল নাকি চুপচাপ থাকছেন। কে জানে, ফাইনালে ঝড় তোলার আগে কি এ ভাবেই নিজেকে তাতাচ্ছেন ক্যারিবীয় দৈত্য? সুপার টেনে এই ইংল্যান্ডের বিপক্ষেই তো সেঞ্চুরি করেছিলেন গেইল। ফাইনালে তার ব্যাট হাসলে, শেষ হাসিটা হাসবে ওয়েস্ট ইন্ডিজ। এমনটাই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।  

এদিকে, ফাইনালের আগে ক্যারিবীয় দলের সাবেক তারকা ইয়ান বিশপ জানালেন, স্যামি-গেইলদের জয়ের ক্ষুধাটা নাকি একটু বেশিই। সেই ক্ষুধাটা আসলে কতটুকু তা ফাইনাল শেষেই বোঝা যাবে। বিশপ বলেন, ‘আমাদের ছেলেদের ক্ষুধাটা আপাতত বেশিই মনে হচ্ছে। তবে তা কতটা থাকবে, সেটাই এই ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। জয়ের ক্ষুধাটা থাকলে গেইলদের দিকেই পাল্লা ভারী।’

দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ডেভ রিচার্ডসনের বাজিও ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত ছন্দে থাকা এই দলটির প্রশংসা করেন তিনি। সঙ্গে সতর্কবার্তা পাঠিয়ে দেন ক্যারিবীয়দের। রিচার্ডসন বলেন, ‘এই ইংল্যান্ডকে হারানো কিন্তু ক্যারিবিয়ানদের পক্ষে অতটা সহজ হবে না। সাবধানেই পা ফেলতে হবে স্যামি-গেইলদের।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া