adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনব্যাপি স্বাধীনতা দিবস সাইক্লিং প্রতিযোগিতা শেষ হল

Cycle pic 02.psdক্রীড়া প্রতিবেদক ঃ ঢাকা সাইক্লিং ক্লাবের ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্তরে অনুষ্ঠিত হয়েছে দিন ব্যাপি “স্বাধীনতা দিবস সাইক্লিং প্রতিযোগিতা-২০১৬।” প্রতিযোগিতায় বালিকা অনূর্ধ্ব-১৬ ক্যাটাগোরীতে আনসার দলের রিমা খাতুন প্রথম হয়ে পুরস্কার পান একটি বাইসাইকেল ও ক্রেস্ট। দ্বিতীয় হন একই দলের শাবনুর আক্তার, তিনি পুরস্কার হিসেবে পান তিন হাজার টাকা ও ক্রেস্ট। এবং তৃতীয় হয়ে দুই হাজার টাকা ও ক্রেস্ট পান এলিনা হক। 

বালক অনূর্ধ্ব-১৬ ক্যাটাগোরীতে মো: ফাহমিদ হোসেন খান প্রথম হয়ে পান একটি বাইসাইকেল ও ক্রেস্ট। শাওন খান দ্বিতীয় হয়ে পান তিন হাজার টাকা ও ক্রেস্ট পুরস্কার। এবং তৃতীয় হওয়া আবরার ফারদিন পান দুই হাজার টাকা ও ক্রেস্ট।

সিনিয়র মহিলা বিভাগে প্রথম হন আনসার দলের রাশিদা বেগম, দ্বিতীয় হন একই দলের মৌসুমী বেগম এবং তৃতীয় হন দিনাজপুরের গীতা রায়। বিজয়ীরা ক্রেস্টসহ অর্থ পুরস্কার পান যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা করে। আর সিনিয়র পুরুষ বিভাগে প্রথম হয়েছে শামীম, দ্বিতীয় হয়েছে মাহবুব আলম সুভাস এবং তৃতীয় হয়েছে আবু আব্দুল্লাহ। বিজয়ীরা ক্রেস্টের সাথে নগদ অর্থ পুরস্কার পান যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা করে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহাম্মেদ ও মো: আনিস উজ-জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাইক্লিং ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু। এসময় আরো উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো: ইয়াহিয়া, ঢাকা সাইক্লিং ক্লাবের সহসভাপতি ও কলামিস্ট ইকরাম উজ্জমান ও সাধারণ সম্পাদক রবিউল হাসান খান মনাসহ অন্যান্যরা। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় চারটি ক্যাটাগোরীতে ছেলে ও মেয়েসহ মোট ১২০জন খেলোয়াড় অংশ গ্রহন করে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া