adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি২০ ফাইনালে যেভাবে এলো প্রমিলা দুই প্রতিপক্ষ 

T20 Logoজহির ভূইয়া ঃ ৩ মার্চ কলকাতা ইডেনের উইকেটে প্রমিলা ক্রিকেট টি২০ বিশ্বকাপ আসরের ৫ম আসর। এবার নিয়ে টানা ৪র্থ বার ফাইনালে খেলছে অস্ট্রেলিয়ান প্রমিলা ক্রিকেট দল। ২০১০, ২০১২ ও ২০১৪ আসরের টানা শিরোপা জেতা দল অস্ট্রেলিয়া। আর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবারই প্রথম টি২০ আসরে ফাইনালের টিকিট পেয়েছে। ২০০৯ সালে প্রথম আসরে অস্ট্রেলিয়ান ফাইনালে খেলতে পারেনি। এছাড়া ২০০৯ আর ২০১০ সালের আসরের ফাইনালে খেলা নিউজিল্যান্ড এবারও সেমিতে খেলেছে। কিন্তু এবার ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ড।


প্রমিলাদের এ-গ্রুপে শীর্ষ দল নিউজিল্যান্ড। প্রমিলা এই ক্রিকেট দলটি ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। এক ম্যাচেও হার মানেনি। অপর দিকে অস্ট্রেলিয়া প্রমিলা ক্রিকেট দল ৪ ম্যাচে ৩টি জিতে এক ম্যাচে হেরে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিতে এসেছে। নিউজিল্যান্ড সেমিতে ৬ রানে ওয়েস্ট ইন্ডিজ প্রমিলা দলের কাছে হেরে বিদায় নেয়। 


অপর দিকে ইংল্যান্ড বি গ্রুপের শীর্ষ দল। ৪ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া দল ইংলিশরা সেমিতে হেরে যায়। অস্ট্রেলিয়া প্রমিলা ক্রিকেট দল ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ফাইনালে চলে যায়।


গ্রুপ পর্ব (এ) অস্ট্রেলিয়ার ফাইনালে যাবার পরিসংখ্যান- ৪ ম্যাচ
দক্ষিন আফ্রিকাকে ৬ উইকেটে জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হার। শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়।


গ্রুপ পর্ব (বি) ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে যাবার পরিসংখ্যান- ৪ ম্যাচ
পাকিস্তানের বিপক্ষে ৫ রানে জয়। বাংলাদেশের বিপক্ষে ৪৯ রানে জয়। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেটে হার। ভারতের বিপক্ষে ৩ রানে জয়।


সেমিফাইনাল
অস্ট্রেলিয়া-১৩২/৬ (২০ ওভার), ইংল্যান্ড-১২৭/৭ (২০ ওভার)।
ফলাফল- অস্ট্রেলিয়া ৫ রানে জয়ী।

ওয়েস্ট ইন্ডিজ-১৪৩/৬ (২০ ওভার), নিউজিল্যান্ড-১৩৭/৮ (২০ ওভার)।
ফলাফল- ওয়েস্ট ইন্ডিজ ৬ রানে জয়।

ফাইনাল
৩ মার্চ কলকাতা ইডেন গার্ডেন্স
(বাংলাদেশ সময় দুপুর ৩টায়)
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া