adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ইলিয়ট

ELIOTস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের অল রাউন্ডার গ্র্যান্ট ইলিয়ট ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন। এবারের টি২০ বিশ্বকাপ থেকে তার দল সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর এমন ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

‘নিউজহাব’কে ইলিয়ট বলেন, ‘আমি যতদিন পর্যন্ত ক্রিকেট খেলা উপভোগ করছি, এখন পর্যন্ত আমি অবসরের ঘোষণা দেইনি। তবে আমার শেষ ওয়ানডে ম্যাচটি খেলে ফেলেছি। কিন্তু এখানে তিনটি ফরম্যাট আছে।’

২০১৩ সালের পর থেকে দীর্ঘ দিন ওয়ানডে দলে ছিলেন না ইলিয়ট। কিন্তু ২০১৫ বিশ্বকাপে পুনরায় দলে ডাক পান। আর সেখানে তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন। তাতে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত হয় কিউইদের।

ইলিয়ট সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি। ম্যাচটিতে ৫০ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড জিতেছিল ৫৫ রানে।

ওয়ানডে ক্যারিয়ারে ৮৩টি ম্যাচ খেলে ১৯৭৬ রান করেছেন এই অল রাউন্ডার। দুটি সেঞ্চুরির সঙ্গে ১১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া