প্যারিসের সাবেক সর্বোচ্চ ভবনে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্য প্যারিসে সাবেক সর্বোচ্চ ভবন টাওয়ার মন্টারনাসে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ঠিক কতোজন হতাহত হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
পুলিশের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। বাড়ির গ্যাস পাইপলাইনে ছিদ্র থাকায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
ফরাসি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঐতিহাসিক ওই ভবনটির ওপরের অংশের কয়েকটি অ্যাপার্টমেন্ট বিস্ফোরণের কারণে বিধ্বস্ত হয়ে গেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এটা ছিল ভয়ঙ্কর। আমি বেশ কয়েকজন অগ্নিনির্বাপন কর্মীকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখেছি।’
পুলিশ সূত্র জানিয়েছে, বিস্ফোরণে পাঁচ ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণে ওই ভবনের কয়েকটি ফ্লোর ও ছাদ ক্ষতিগ্রস্থ হয়েছে।