adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

West Indies Shamilia Connell (3rd L) celebrates with teammates after taking the wicket of New Zealand batsman Rachel Priest during the World T20 women's semi-final match between New Zealand and West Indies in Mumbai on March 31, 2016.   / AFP / PUNIT PARANJPE        (Photo credit should read PUNIT PARANJPE/AFP/Getty Images)ক্রীড়া প্রতিবেদক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড নারী দলকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আগামী ৩ এপ্রিল ফাইনালে তাদের প্রতিপক্ষ অজি নারীরা।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্যারিবীয় নারীদের দেয়া ১৪৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে কিউই নারীরা।

দলের পক্ষে সারা ম্যাকগ্লাসান সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া অ্যামি স্যাটার্থওয়েট ২৪ ও সোফি ডিভাইন ২২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্টাফানি টেইলর।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে ক্যারিবীয় নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ব্রিটনে কুপার। কিউই নারী দলের পক্ষে সোফি ডিভাইন ৪টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রিটনে কুপার।

এর আগে তিনবার সেমিফাইনাল খেললেও একবারও ফাইনালে উঠতে পারেনি ক্যারিবীয় নারীরা। আর নিউজিল্যান্ড নারী দল দুইবার ফাইনাল খেললেও একবারও শিরোপা জিততে পারেনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া