adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করলেন ম্যাজিস্ট্রেট

Manikmia-avinuনিজস্ব প্রতিবেদক : ছিনতাইকারীকে মোবাইল নিয়ে পালাতে দেখে গাড়ি থেকে বেড়িয়ে কিছুদূর ধাওয়া করে তাকে হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট। অতঃপর ২ বছরের সশ্রম কারাদণ্ডও দিলেন। 

ঘটনাটি ঘটেছে বুধবার। সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে। এদিন দুপুরে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান গণভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সুমন (২৫) নামে ওই ছিনতাইকারীকে আটক করেন। পরবর্তীতে শেরে বাংলানগর থানা পুলিশের উপস্থিতিতেই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছিনতাইকারীকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স) মো. মারুফ হোসেন সরদার জানান, ম্যজিস্ট্রেট মশিউর রহমান গাড়িতে সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে দেখেন। এসময় তিনি নিজেই গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন।
 
পরবর্তীতে ছিনতাইকারী থেকে উদ্ধারকৃত ওই মোবাইল ফোনটি তার মালিক গণভবনের কর্মকর্তা বেলা রাণি রায়কে (৪৫) বুঝিয়ে দেন মশিউর রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া