adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইতালিকে ৪-১ গোলে হারাল জার্মানি

germany+italy+02স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রীতি ম্যাচে মিউনিখে ইউরোপের আরেক পরাশক্তি ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইওয়াখিম লোর দল।

 
২৯ মার্চ মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ২৪তম মিনিটে টনি ক্রুস স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধের শেষে দিকে ব্যবধান বাড়ান মারিও গোটসে।

ম্যাচের ৫৯তম মিনিটে লেফট-ব্যাক ইয়োনাস হেক্টরের গোলের পর ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে বড় জয় নিশ্চিত করেন মেসুত ওজিল।

ম্যাচের শেষ দিকে আন্তোনিও কোন্তের দলকে সান্ত্বনার গোল এনে দেন স্তেফান এল শারাউই।

শেষ আট ম্যাচে প্রথমবার ইতালিকে হারাতে পারল জার্মানি। দুই দলের লড়াইয়ে শেষ বার জার্মানরা জিতেছিল প্রায় ২১ বছর আগে, ১৯৯৫ সালের ২১ জুন ২-০ গোলে।
গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হারতে হয়েছিল জার্মানিকে। ইতালির বিপক্ষে এই জয়ে ইউরো ২০১৬ শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পাবে ব্রাজিল বিশ্বকাপ জয়ীরা।

গত সপ্তাহে অন্য প্রীতি ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

মঙ্গলবার রাতের অন্য ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো আর নানির গোলে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় পর্তুগাল। আর লন্ডনের ওয়েম্বলিতে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া