adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অাবার চিত্রজগতে রেসি

resiবিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি বিয়ে করে সংসার জীবনে মনোযোগী হলেও অভিনয়ের টানে আবারও গত বছর কাজ শুরু করেন। কাজে ফেরার সঙ্গে সঙ্গে দুটি ছবির প্রস্তাব পান তিনি। এর মধ্যে একটি হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘লাল সবুজের সুর’। এটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। অন্যটি বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘শূন্য’। দুটি ছবির কাজ শেষপর্যায়ে রয়েছে। ছবি দুটি নিয়ে রেসি বলেন, অনেকদিন পর দুটি ছবি নিয়ে ফিরছি আমি। 

‘লাল সবুজের সুর’ ছবির আর কয়েকদিন শুটিং বাকি রয়েছে। মুক্তিযুদ্ধে অংশ নেয়া কিশোরদের নিয়ে নির্মিত হচ্ছে এটি। এরই মধ্যে ডাবিংয়ের কাজও চলছে। আর বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবির গানের কাজ বাকি রয়েছে। এ ছবির গল্পটি  পরিবারকেন্দ্রিক। ওমর সানী আমার বিপরীতে অভিনয় করেছেন। দুটি ছবি দুই ধাঁচের। কাজগুলো দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ‘লাল সবুজের সুর’ ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মাণ হচ্ছে।  এ ছবির গল্প লিখেছেন শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ২০১২ সালের ২২ জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন রেসি।

এরপর ২০১৩ সালের ২২ জুলাই এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। উল্লেখ্য, ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন রেসি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর একে একে প্রায় ৩০টি ছবিতে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া