adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব মিডিয়ায় মাশরাফির বক্তব্যের ভুল ব্যাখ্যা

WORLD MEDIAস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। গতকাল ঢাকায় পৌঁছে বিমানবন্দরে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা সাংবাদিকদের সঙ্গে বিশ্বকাপে পারফরম্যান্সের বিষয়ে কথা বলেন। এই সময় দেয়া মাশরাফির বক্তব্য নিয়ে বিশ্ব মিডিয়া ভুল ব্যাখ্যা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মাশরাফি।

গালফ টুডে লিখেছেন, বাদ পড়ার জন্য বোলারদের উপর নিষেধাজ্ঞাকে দুষলেন মুর্তজা।

দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গণমাধ্যম সুপার স্পোর্টস লিখেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের জন্য আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মুর্তজা।

ডেইলি মেইল লিখেছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মাশরাফি।

মাশরাফি বিন মুর্তজা আসলে আইসিসিকে দোষ দিয়ে কিছু বলেননি। তিনি বলেছিলেন, টুর্নামেন্টের মাঝ পথে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল তার সাথে আমাদের মানিয়ে নেয়া কঠিন ছিল। তারা থাকলে হয়ত আমরা আরও ভালো করতে পারতাম। যদিও আমরা সব ম্যাচে হেরেছি তারপরও আমরা প্রমাণ করেছি টি-টোয়েন্টিতে আমাদের হারানো কঠিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া