adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার কথা না বলাই ভালো

2016_03_28_15_21_09_atMeQflHKR4W7wdI2dZzTDGnbErNSL_originalডেস্ক রিপোর্ট : বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় দোষী সাব্যস্ত হয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক। এরপরই তাদের মন্ত্রিত্ব থাকছে কিনা কিংবা তারা মন্ত্রিত্বের শপথ ভেঙেছেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা।

আজ সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকেও যোগ দিয়েছেন এই দুই মন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শেষে বেরিয়ে আসার সময় কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আনিসুল হক দুই মন্ত্রীর পদত্যাগ করা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় বলে জানালেও সরকারের উচ্চ মহল এতে ‘বিব্রত’ বলেই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করার বিষয়টি প্রথম থেকেই আমরা ভালোভাবে নেইনি। তবে তাদের পদত্যাগের বিষয়ে আজকের বৈঠকে কোনো ধরনের আলোচনা হয়নি।’

দুই মন্ত্রীর নৈতিকতার প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘আমি তাদের একজন কলিগ। সহকর্মী হিসেবে তাদের পদত্যাগের বিষয়ে আমার কথা না বলাই উচিত।’

গতকাল রোববার (২৭ মার্চ) আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিশঃর্ত আবেদন খারিজ করে দিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি হাসপাতালে জমা দিতে বলেছেন আদালত। জমা না দিলে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই দুই মন্ত্রী। যুদ্ধাপরাধী মীর কাসেমের মামলার রায় নিয়ে মন্তব্য করেছিলেন এই দুই মন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া