adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রুয়েফের মৃত্যুতে শোকে স্তব্ধ ফুটবল বিশ্ব

cruefস্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা করা হলে সেখানে উঠে আসবে ইয়োহান ক্রুয়েফের নাম। টোটাল ফুটবলের জনক। ডাচ ফুটবলকে তুলে এনেছিলেন বিশ্বকাতারে। শুধু ডাচ ফুটবলই নয়, ইয়োহান ক্রুয়েফের হাত ধরেই বার্সেলোনার উত্থান। খেলোয়াড় এবং কোচ হিসেবে বার্সায় নতুন বিপ্লব ঘটিয়েছিলেন ক্রুয়েফ। তার ফুটবল মস্তিষ্ক প্রতিনিয়তই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার মন্ত্রণা দিয়ে যাচ্ছিল।

অথচ মাত্র ৬৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি এই ফুটবলার। ইয়োহান ক্রুয়েফের মৃত্যু যেন হঠাৎ করেই বজ্রাহতের মতো আঘাত করেছে পুরো ফুটবল বিশ্বকে। তার শত্রুও যেন আঘাত পেয়েছেন ক্রুয়েফের মৃত্যুতে। এ কারণেই তো দেখা যাচ্ছে পুরো ফুটবল বিশ্বই শোকে শোকাক্রান্ত হয়ে উঠেছে। ক্ষণজন্মা এই কিংবদন্তির বিদায় মেনেই নিতে পারছে না যেন কেউ।

এফসি বার্সেলোনা টুইটারে তাদের অফিসিয়াল পেজে লিখেছে, আমরা সব সময়ই তোমাকে ভালোবাসি, ইয়োহান! যেখানেই থাকো, শান্তিতে থাকো।’

ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার লিখেছেন, ‘ইয়োহান ক্রুয়েফের মৃত্যু সংবাদ শুনতে হবে, একদম প্রস্তুত ছিলাম না। খুবই দুঃখজনক। ফুটবল আজ এমন এক ব্যাক্তিকে হারিয়েছে, যিনি পৃথিবীতে যত সুন্দর জিনিস রয়েছে, তার চেয়েও ফুটবলকে করে তুলেছেন আরও সুন্দর।’

ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি লিখেছেন, ‘শান্তিতে থাকুন ইয়োহান ক্রুয়েফ! সত্যিকারের ফুটবল লিজন্ড ছিলেন তিনি। আমার বিশ্বাস, তার চেয়ে আর কেউ এই খেলাটায় এত বেশি প্রভাব বিস্তার করতে পেরেছে। আমরা সবাই তার ভিশন এবং বিশ্বাসকে ধারণ করেই বড় হয়েছি। ফুটবল তাকে মিস করবে। তবে আমরা কখনোই তাকে ভুলবো না।’

সাবেক জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউস লিখেছেন, ‘খুবই দুঃখজনক সংবাদ। ইয়োহান ক্রুয়েফ মৃত্যুবরণ করেছেন। সত্যিকারের গ্রেটম্যান। যিনি ফুটবলে একটি বিপ্লব সৃষ্টি করতে পেরেছিলেন। তার পরিবার এবং বন্ধুদের প্রতি রইলো সমবেদনা।’

ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও রামোস লিখেছেন, ‘ফু্টবলের সর্বকালের সেরা একজন কিংবদন্তিকে হারালাম। গুডবাই ইয়োহান। নিজের সময় খেলোয়াড় এবং কোচ হিসেবে তিনি ছিলেন সেরা। আরআইপি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া