adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাসেলস হামলার পর কেন খেলা দেখতে বসেছিলেন- ব্যাখ্যা দিলেন ওবামা

221e4bcbd715189a9aa49e74c59d51bb-56f23b3e35bcaআন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের ব্রাসেলসে বিমানবন্দর আর মেট্রো স্টেশনে হামলার পরপরই মঙ্গলবার হাভানার ঐতিহাসিক বেসবল স্টেডিয়ামে খেলা দেখতে বসার সিদ্ধান্ত নেন কিউবা সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু কেন? ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি।
ওবামা বলেছেন, তিনি আসলে ভীতি দূর করতে চেয়েছেন। এর মধ্য দিয়ে সহিষ্ণুতার শিক্ষাও অর্জন করা সম্ভব বলে মনে করেন ওবামা। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘২৪ ঘণ্টা নিউজ কাভারেজের যুগে বিশ্বের যেকোনও স্থানে সন্ত্রাসী হামলা হলেই সেটা আমাদের সবার জন্য চ্যালেঞ্জিং। আমাদের এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, সন্ত্রাসীরা সব সময়ই চায় আমাদের সাধারণ দৈনন্দিন জীবনকে ভীতিকর করে তুলতে।’
এরআগে বস্টন ম্যারাথন বোমা হামলার পরও ওবামা এক প্রাক ক্রীড়ানুষ্ঠানের বক্তৃতায় বলেছিলেন, সন্ত্রাসবাদীদের বিপরীতে স্বাভাবিকতাই মানুষের শক্তি।
মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে বোমা হামলার পর ওবামা বলেছেন, ‘তারা আমেরিকাকে পরাজিত করতে পারবে না। তারা কিছু সৃষ্টি করতে পারবে না। গোটা বিশ্বের মুসলমানদের, কিংবা গোটা বিশ্বের মানুষদের দেওয়ার মতো কোনও বার্তা তাদের নেই। তারা কেবল মানুষের জন্য ভীতি তৈরী করতে পারে। তারা আমাদের দৈনন্দিন জীবনকে অসহনীয় করে তুলতে পারে, আমাদের বিভক্ত করতে পারে। আমরা যতোক্ষণ পর্যন্ত সেটা করতে দেব, সন্ত্রাসীরা তাদের কাজ চালিয়ে যেতে পারবে।’
ইএসপিএনকে ওবামা বলেছেন, সন্ত্রসাবাদের মুখে দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা নষ্ট না করতেই তিনি খেলা দেখতে বসেছিলেন। চিরবৈরী কিউবার সঙ্গে বিভক্তি ঘোচাতেও কি খেলাকে সন্ত্রাসবাদের বিপরীতে অস্ত্র করতে চেয়েছিলেন ওবামা? সূত্র: হাফিংটন পোস্ট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া