adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন – সভ্য সমাজে সন্ত্রাসীদের ঠাঁই নেই

PM_Hasina_sm_454448468ডেস্ক রিপোর্ট : ব্রাসেলসে সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাসী সন্ত্রাসীই। তাদের বর্ণ, ধর্ম বা ধর্ম বিশ্বাস যাই হোক সভ্য সমাজের তাদের কোন জায়গা নেই।’
 
বুধবার (২৩ মার্চ) বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস  মাইকেলকে (Charles Michel) পাঠানো শোক বার্তায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
 
নিহত পরিবারের সদস্য ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো স্টেশনে আকষ্মিক সন্ত্রাসী হামলা ও নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
 
বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা তার পাঠানো বার্তায় বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনার সরকার ও জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
 
তিনি বলেন, বাংলাদেশ এসব সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং এ ঘটনায় বেলজিয়ামের জনগণ ও সরকারের পাশে বাংলাদেশ রয়েছে।

শোকাহত পরিবারের সদস্যরা যেন শোক কাটিয়ে উঠতে পারেন- এ প্রার্থনাও করেন শেখ হাসিনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া