adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আ.লীগ ৫২১, বিএনপি ৪৪, অন্যান্য ১১২

up1_106688ডেস্ক রিপোর্ট : প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৭৭টি ইউনিয়নের ফলাফর পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৫২১টি ইউনিয়নে। বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৪৪টি ইউনিয়নে। জাতীয় পার্টি ১০টি এবং স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ১০২টি ইউনিয়নে। তবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী।

গতকাল ২২ মার্চ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতেই বেশির ভাগ ইউনিয়নে ফল ঘোষণা করা হয়। তবে দুর্গম ও যাতায়াতব্যবস্থা ভালো না থাকায় কিছু ইউনিয়নের ফল এখনো জানা যায়নি।

গতকাল ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছে। এই ধাপে ৫৪টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

প্রাপ্ত ফলাফলে মুন্সীগঞ্জে আওয়ামী লীগ ১০; বগুড়ায় আওয়ামী লীগ ০৬, বিএনপি ২, বিএনপি বিদ্রোহী ২, স্বতন্ত্র ২; রংপুরে আওয়ামী লীগ ১; সাতক্ষীরায়  আওয়ামী লীগ ৪৬, বিএনপি ৯, আওয়ামী লীগ বিদ্রোহী ১০, স্বতন্ত্র: ০৬, জাতীয় পার্টি ১, ফলাফল স্থগিত ৬ ইউপি; ঝিনাইদহে আওয়ামী লীগ ৫;

বরগুনায় আওয়ামী লীগ ২৪, বিএনপি ২, স্বতন্ত্র ৬; ভোলা: আওয়ামী লীগ ৩০, স্বতন্ত্র ১, অন্যান্য ২; নোয়াখালী: আওয়ামী লীগ ১১, আওয়ামী লীগের বিদ্রোহী ৩; লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ৬; বরিশালে আওয়ামী লীগ ৬২, জাতীয় পার্টি ১, ওয়ার্কার্স পার্টি ১, স্বতন্ত্র ৪, অন্যান্য ২; যশোরে আওয়ামী লীগ ১১, বিএনপি ৩, আওয়ামী লীগের বিদ্রোহী ২; নেত্রকোনায় আওয়ামী লীগ ৪, স্বতন্ত্র ১, অন্যান্য ১; সিলেটে  আওয়ামী লীগ ২, বিএনপি ২, আওয়ামী লীগ বিদ্রোহী ৩, বিএনপির বিদ্রোহী ১; কুমিল্লায় আওয়ামী লীগ ১০, বিএনপি ১, স্বতন্ত্র ১, একটি স্থগিত।

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ৬, বিএনপি ২, স্বতন্ত্র ১; চট্টগ্রামে আওয়ামী লীগ ১; খুলনায়  জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৪৬, বিএনপি ০৫, জামায়াত (স্বতন্ত্র) ১,  স্বতন্ত্র ১৪; বাগেরহাটে  মোট ইউপি ৭৩, নির্বাচন হয়েছে ৪১ টিতে, আওয়ামী লীগ ৩৯, আওয়ামী লীগের বিদ্রোহী ২ (স্বতন্ত্র)। এছাড়া ৩২টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়মী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জে মোট ইউপি ১১, আওয়ামী লীগ ৭, বিএনপি ২, বিএনপি বিদ্রোহী ০১, আওয়ামী লীগ বিদ্রোহী ০১। ময়মনসিংহে মোট ইউপি ১০, আওয়ামী লীগ ৪, বিএনপি ৪, বিএনপি বিদ্রোহী ১, একটি স্থগিত; কক্সবাজারে  আওয়ামী লীগ ৬, আওয়ামী লীগের বিদ্রোহী ৩; গোপালগঞ্জে আওয়ামী লীগ ৫; ঢাকা (দোহার) আওয়ামী লীগ ২, স্বতন্ত্র ৩; শেরপুরে আওয়ামী লীগ ৮, বিএনপি ০১; ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ১৩, বিদ্রোহী প্রার্থী ২; মাদারীপুরে  আওয়ামী লীগ ৬; পাবনায় আওয়ামী লীগ ৯; কুষ্টিয়ায় স্বতন্ত্র ০১; পঞ্চগড়ে বিএনপির বিদ্রোহী ০১; দিনাজপুরে আওয়ামী লীগ ৩, বিএনপি ১; ঝালকাঠিতে আওয়ামী লীগ ২৮, আওয়ামী লীগ বিদ্রোহী ২; পটুয়াখালীতে আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ০২, স্বতন্ত্র ১, বিএনপি ১, আওয়ামী লীগের বিদ্রোহী ৪।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া