adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাড়াটিয়াদের তথ্য গোপনে বাধ্য থাকবে ওসি : ডিএমপি কমিশনার

dmp_106501নিজস্ব প্রতিবেদক : অপরাধ নিয়ন্ত্রণে আনতে ভাড়াটিয়াদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে তা থানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

২১ মার্চ সোমবার দুপুরে রাজধানীর গাউসিয়া মোড়ে নিউমার্কেট থানার উদ্যোগে আয়োজিত ‘বিট পুলিশিং’ সমাবেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাড়াটিয়াদের তথ্য গোপন রাখতে বাধ্য। অন্য কোনো সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান, সাংবাদিক বা অন্য কেউ এই তথ্য পাবে না।’

তিনি বলেন, ‘কেউ যদি বৈবাহিক অবস্থা ও মোবাইল নম্বর দিতে না চায় তাহলে জোর করার দরকার নেই। বর্তমান, স্থায়ী ঠিকানা ও ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকলেই চলবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, নগরীর দুই কোটি মানুষের সঙ্গে পুলিশ ওয়ান টু ওয়ান কথা বলবে। পুলিশ জনগণের নিরাপত্তা দেবে, শৃঙ্খলার মধ্যে রাখবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। পুলিশ জনগণকে হয়রানি করবে, এটা কোনোভাবেই মেনে নেয়া যাবে না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘জনগণের প্রতি খবরদারি করা পুলিশের কাজ না। আমাদের কাজ আপনাকে নিরাপত্তা ও সেবা দেয়া। আপনাদের সেবা করাই আমাদের কাজ। আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের নিরাপত্তার বিষয়ে কথা বলতে এসেছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহাম্মদ মারুফ হাসান, ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার আব্দুল বাতেন, উপ-কমিশনার (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার, রমনা জোনের সহকারী কমিশনার জসিম উদ্দিন, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া