adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কাট, বললেই কি হাসবেন দিতি’

DITI-HOMEবিনোদন প্রতিবেদক : ‘দিতি কি সত্যিই মারা গেছেন? নাকি একটু পরেই পরিচালক ‘কাট’ বলার সঙ্গে সঙ্গে হাসিমাখা মুখে এসে সামনে দাঁড়াবেন। অভিনয়ের প্রয়োজনে তো কতো রূপেই সাজতে হয় অভিনয়শিল্পীদের। দিতি কি অভিনয় করছেন? অভিনয় ছেড়ে যদি সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসতেন প্রিয় নায়িকা!’ কথাগুলো ফেসবুকে লিখেছেন রুহুল কবির নামের দিতির এক ভক্ত।

চিত্রনায়িকা দিতি আর কোনো দিন ফিরবেন না। জীবন নামের রঙ্গমঞ্চ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন এই অভিনেত্রী। রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে নিভে গেছে দিতির জীবন প্রদীপ। দিতির মৃত্যু সংবাদে শোকে মাতম দেশের শোবিজ অঙ্গনে।

আশির দশকে বাংলা চলচ্চিত্রে প্রবেশ দিতির। এরপর নান্দনিক অভিনয় নৈপুণ্যে অর্জন করেছেন কোটি মানুষের ভালবাসা। হয়ে উঠেছেন সবার প্রিয় অভিনেত্রী। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মেয়ে দিতি বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির আগমন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

১৯৮৫ সালে আমজাদ হোসেনের ‘হীরামতি’ ছবিতে চিত্রনায়ক সোহেল চৌধুরীর সঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন। পরবর্তীতে তারা দু’জনে বিবাববন্ধনে আবদ্ধ হন। ১৯৮৭ সালে জন্ম নেয় মেয়ে লামিয়া চৌধুরী আর ১৯৮৯ সালে জন্ম নেয় ছেলে দীপ্ত। তবে সোহেল চৌধুরীর সঙ্গে দিতির সংসার স্থায়ী হয়নি, ভেঙ্গে যায়।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাত ২টার দিকে সোহেল চৌধুরী খুন হন বনানীর ট্রাম্পস ক্লাবে। পরবর্তীতে দিতি তার সর্বাধিক চলচ্চিত্রের জুটি ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করলেও সেই বিয়েও স্থায়ী হয়নি। ডিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটে।

দিতি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো-‘হীরামতি’, ‘দুই জীবন’, ‘ভাই বন্ধু’, ‘উছিলা’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘খুনের বদলা’, ‘দুর্জয়’, ‘আজকের হাঙ্গামা’, ‘স্নেহের প্রতিদান’, ‘শেষ উপহার’, ‘চরম আঘাত’, ‘স্বামী-স্ত্রী’, ‘অপরাধী’, ‘কালিয়া’, ‘কাল সকালে’, ‘মেঘের কোলে রোদ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মুক্তি’, ‘কঠিন প্রতিশোধ’, ‘জোনাকীর আলো’, ‘তবুও ভালোবাসি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মাটির ঠিকানা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ইত্যাদি।

বাংলা চলচ্চিত্রের অশ্লীলতার সময়ে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন দিতি। সর্বশেষ তিনি টিভি নাটকের সাথে জড়িত ছিলেন। অসুস্থ হওয়ার আগে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজও করছিলেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া