adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপি সাংসদ ঘোড়া পিটিয়ে গ্রেপ্তার

horse_106123আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের ঘোড়াকে লাঠি দিয়ে মেরে গুরুতর আহত করার অভিযোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক সাংসদকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরখন্ডে এ ঘটনা ঘটে । খবর বিবিসির।

খবরে বলা হয়, বিজেপির সাংসদ গণেশ যোশী তার হাতের লাঠি দিয়ে ‘শক্তিমান’ নামের ঘোড়াটিকে এমনভাবে মারেন যে ঘোড়াটির একটি পা কেটে ফেলতে হয়।

পশু চিকিৎসকরা জানান,  ঘোড়াটির পায়ের আঘাত এতই গুরুতর ছিল যে পা কেটে ফেলা ছাড়া তাদের উপায় ছিল না।

রাজ্যের পুলিশ জানায়, এই ঘটনায় তারা আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছেন।

তবে গণেশ যোশী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

যোশী অভিযোগ করেন, তিনি ঘোড়াটিকে মারছেন বলে যে ছবি টেলিভিশনে দেখানো হয়েছে, তাতে আসলে আগের ফুটেজ ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই।

বিজেপির নেতা আরও বলেন, কেউ জিন ধরে টান দেয়ার পরই ঘোড়াটি পড়ে যায় এবং এটির পা ভেঙে যায়।

উত্তরখন্ডের রাজধানী দেরাদুনে সোমবার যখন বিজেপি এক বিক্ষোভ করছিল তখন ঘোড়াটির ওপর হামলার ঘটনা ঘটে।

উত্তরখন্ড রাজ্য সরকার জানায়, ঘোড়াটির চিকিৎসায় তারা সম্ভাব্য সবকিছু করবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া