adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিরা নিরবে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে

imagesইডেন গার্ডেন কলকাতা থেকে 
জহির ভূইয়া ঃ
মাশরাফিদের আপাতত কলকাতা মিশন শেষ। এবার ব্যাঙ্গালো মিশন শুরু করার পালা। আজ সকাল সাড়ে ১০টায় কলকাতা থেকে নিরবে বিদায় নিয়েছে মাশরাফিরা। উড়াল দিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাঙ্গালোরে পা রেখেছে মাশরাফি বাহিনী। ২১ মার্চ অস্ট্রেলিয়ানদের বিপক্ষে নতুন করে সব শুরু করার মিশন। আর ২৩ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ। 


টানা ক্লান্তির কারনেই না-কি মাশরাফিরা ৫৫ রানে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। এমন কথা এখন বিশ্ব ক্রিকেট আলোচিত হচ্ছে। হয়তো সেটাই ঠিক। তবে মাশরাফিরা আজ ব্যাঙ্গালোরে পা রেখে অনুশীলনে নামেনি। কাল থেকে অনুশীলন পর্ব শুরু হবে। আর অন্দর মহলের খবর বিশ্ব সেরা পেসার মুস্তাফিজ মাঠে নামতে তৈরি। 


তবে দিন ভর কলকাতার প্রতিটি জায়গায় আলোচিত ছিল ইডেনের গ্যালারিতে পাকিস্তানী দর্শকদের পতাকা হাতে সমর্থন। ইডেনে বাংলাদেশের বিপক্ষে এটা কি হল! এ নিয়ে রীতিমতো কলকাতাবাসী লজ্জিত। রাস্তা-ঘাটে প্রতিটি মানুষের মুখে একটি কথা “এটা কি হল। বাংলাদেশের কাছে তো আমরা ছোট হয়ে গেলাম। এতো পাকিস্তানী সমর্থক কলকাতায়। তাতো আমাদের জানা ছিল না। এক বাস ড্রাইভার বললেন-ইডেনের পাকিস্তানের ম্যাচ হলে এই দিনের কথা আমাদের মনে থাকবে।”
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া