adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কলকাতার পথে প্রান্তরে ক্রিকেট গপ্প-৩–`এবার আসুক শালারা’

DSC01500ইডেন গার্ডেন কলকাতা থেকে 
জহির ভূইয়া ঃ
মাশরাফিদের বিপক্ষে ইডেনে পাক সমর্থকের পতাকা হাতে মহড়ার পর ক্ষেপেছে কলকাতা। ‘প্রায় অধিকাংশ লোকের মুখেই শোনা গেলে এবার আসুক শালারা। ১৯ মার্চ ইডেনের গ্যালারিতে পাকিস্তানের পতাকা হাতে কে দাঁড়ায় দেখে নেব।” এই হচ্ছে কলকাতার বর্তমান অবস্থা। মহা ক্ষেপেছে কলকাতার মিডিয়া, প্রশাসন, ব্যবসায়ী আর সাধারন জনতা।
আজ তো দিনের বেলায় ইডেনে খেলা ছিল না। তাই দিনের পুরো ভাগটা ফাঁকা ছিল। যে কারনে কলকাতার রাস্তায় নেমে মানুষের মনোভাব জানার সুযোগ তৈরি হয়েছিল। সেটা হাত ছাড়া করতে মন চাইল না। নিউমার্কেট এলাকা থেকে চাঁদনী মার্কেট যেটা ইলেক্ট্রনিকস পাইকারি মার্কেট বলা হয় সেখানে, এরপর চিতপুর পাঞ্জাবির মার্কেট এলাকা পর্যন্ত বেড়াতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন হল। এসব মার্কেটে বহু ভারতীয় পাকিস্তানী সমর্থক আছে। যারা প্রকাশে পাক সমর্থন দিতে ভয় পায়। কিন্তু সেদিন ইডেনের গ্যালারিতে বসে প্রকাশে পাকিস্তান পতাকা হাতে সমর্থন দিয়েছে।

এসব এলাকা ঘুরে পাক সমর্থকদের পাওয়া গেল। আবার ভিন্ন চিত্র দেখা গেল। বাংলাদেশের বিপক্ষে এসব ভারতীয় পাকিস্তানী সমর্থকদের উপর মহা ক্ষেপেছে কলকাতাবাসী। ইডেনে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের কথা উঠলেই প্রসঙ্গটি এড়িয়ে যেতে চায় যে কোন কলকাতার মানুষ। অবশ্য এটা ছাড়া তো করারও কিছু নেই।


তারা পরিস্কার ঘোষনা দিয়েছে ১৯ মার্চ আসুক শালারা, দেখি সাহস কত! থাকবে ভারতে আর সমর্থন দেবে পাকিস্তানের! বিশ্বকাপ শেষ হলে শালারাদেও বিরুদ্ধে সরকার যেন পদক্ষেপ গ্রহন করে। কলকাতায় এটা নিয়ে আন্দোলনও হতে পারে।


আসলে নিজেদের অন্তর জ্বালায় জ্বলছে কলকাতাবাসী। তারা ভাবতেই পারেনি ইডেনে এমন দৃশ্য দেখা যাবে। কলকাতার মাটিতে কলকাতার মানুষ পাকিস্তানের সমর্থন দেবে এটা মানতেই পারছে না। এখন দেখার পালা ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচের দিন ইডেনে কি দৃশ্য দেখা যায়। বিশ্ব ক্রিকেট দিনের অপেক্ষায় বসে আছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া