adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন মুস্তাফিজ

mustafizurক্রীড়া প্রতিবেদক :  কোটি চোখ অপেক্ষায় ছিল। পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজ খেলবেন বলে। কিন্তু ম্যাচ শুরু হতেই জানা গেল, বিস্ময় বালক নেই। নতুন খবর এসেছে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন তিনি।

মুস্তাফিজকে গতকাল খেলালেও খেলানো যেত। কিন্তু ঝুঁকি থেকে যেত। ৯৯ ভাগ ফিট ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ চায়নি সম্পদকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে। আবার কোনো সমস্যা হলে বিশ্বকাপটাই মাটি হয়ে যেত তার।

মুস্তাফিজের খেলার ব্যাপারে গতকাল ম্যাচ শেষে মাশরাফিও বলে গেছেন, সামনের ম্যাচে আমরা তাকে খেলাব।

১৬ দিন পর গত পরশু ইডেনে বেলা ৩ টা ১০ মিনিটে মুস্তাফিজকে পুরো রানআপে বল করতে দেখা যায়। স্ট্রাইকে তাকে সামলাচ্ছিলেন তামিম। ধীরে ধীরে শুরু করেন। তারপর প্রায় ঘণ্টাখানেক টানা বল করেন। কোনো অস্বস্তি দেখা যায়নি। এরপর আল-আমিনের সঙ্গে ফিল্ডিং সেশনেও অংশ নেন।

পাকিস্তান ম্যাচের আগের দিন মুস্তাফিজের এমন অনুশীলন দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো মুস্তাফিজ খেলবেন। টিম মিটিংয়েও তাকে খেলানোর একটা আলোচনা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়।

গতকাল মুস্তাফিজহীন বাংলাদেশ পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরে যায়। সেমিফাইনালে যেতে হলে পরের ম্যাচগুলো জিততে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া