adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিদীদের সংগ্রহ ২০১

imagesইডেন গার্ডেন কলকাতা থেকে 
জহির ভূইয়া ঃ
২০০৮ সালে করাচিতে মাশরাফিদেও বিপক্ষে আফ্রিদিরা করেছিল ২০৩। সেই রান আজ ইডেনে উল্টে দেবার প্রেক্ষাপট তৈরি কওে ফেলেছিল পাকিস্তান। তবে প্রায় কাছাকাছি গিয়েছে। টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে টস হেরে মাশরাফিরা বল হাতে তুলে নেয়। আর পাকিস্তান উইকেটের চরিত্র বুঝে ব্যাট করতে নামে। ৫ উইকেটে সংগ্রহ ২০১।

তিন ফিফটিতে ভর দিয়ে পাকিস্তান ২০১ সংগ্রহ করে। টপ অর্ডারে ওপেনার সারজিল খান ১৮ রানে দ্রুত ফেরত গেলেও অপর ওপেনার আহমেদ ৫২ রানে ফেরত গেলেন। প্রথম উইকেটে ২৬ রানে পতনের পর ১৬৩ পর্যন্ত মাশরাফিদের অপেক্ষা করতে হল। ১৫ ওভার শেষে দলীয় রান ২ উইকেটে ১৩৯!
১৬৩ রানের মাথায় মোহাম্মদ হাফেজ ফেরত গেলেন ৬৪ রান করেই। এরপর ১৭৫ রানে উমর আকমল শূণ্য রানে ক্যাচ দিলেন। আফ্রিদী ৪ বছর পর টি২০ ম্যাচে ফিফটি পথে। ১৮ বলে ৪৯ রান। কিন্তু বিশাল ছক্কা দিয়ে ফিফটি পূর্ন করা হল না পাক তারকার। পেসার তাসকিনের বলে মাহমুদুল্লাহর হাতে বন্দি হলে ফিফটি মিস হল। অবশেষে ২০১ রানে টি২০-ও ২০ ওভার শেষ হল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া