adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের মামলা

2016_03_15_13_30_30_B9KnD77iqgFXSYGKMHvBrUoIHedK93_originalনিজস্ব প্রতিবেদক : রিজার্ভ চুরির ঘটনায় অজ্ঞাত আসামি করে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটির যুগ্ম-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

১৫ মার্চ মঙ্গলবার দুপুরে মামলাটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই নিশাত জাহান। 

তিনি জানান, অজ্ঞাত আসামি করে রিজার্ভ চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। মামলা নম্বর ১৩।
 
এর আগে রিজার্ভ চুরির ঘটনায় সরকারের পক্ষ থেকে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের প্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন। 

এদিকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবির। তিনি এখন নিউইয়র্কে অবস্থান করছেন। ১৮ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহেই তিনি দায়িত্ব নিতে পারেন। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া