adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৬ বছর পর ইডেন গার্ডেনে উইকেটে মাশরাফিরা 

Exif_JPEG_420ইডেন গার্ডেন কলকাতা থেকে 

জহির ভূইয়া : টি২০ বিশ্বকাপ আসরের মুল পর্বের যুদ্ধটা মুলত কাল থেকে ইডেন গার্ডেনে শুরু হবে। ইডেনে এটা বাংলাদেশ-পাকিস্তান প্রথম দেখা হবার ঘটনা। এর আগে আর ক্রিকেট যুদ্ধে দুই দেশের সাক্ষাত হয়নি। কাল ম্যাচটা বিশেষ ঘটনা হবে। কারন ২৬ বছর পর বাংলাদেশ ইডেনের উইকেটে খেলতে নামবে। ১৯৯০ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কান বিপক্ষে প্রথম বার বাংলাদেশ ইডেনে খেলেছিল। আবারও নেই ইডেনে বাংলাদেশ। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। টি২০ বিশ্বকাপের আসর বলে কথা।

যেহেতু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তাই কলকাতার শহরে বিশেষ একটা আবহাওয়া পাওয়া গেল। টানা ১৭ ঘন্টা ভ্রমন করে কলকাতার একটি হোটেলে পা রেখেই সরাসরি ইডেন গার্ডেনের প্রেসবক্স খুঁজতে বেরিয়ে পড়া। ইডেনে যাবার পথেই মুলত বোঝা গেলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বলেই ভারতীয়রা বাংলাদেশের প্রতি আলাদা ভাবটা দেখাচ্ছে। তখন মাশরাফিরা ইডেনে অনুশীলনে ব্যস্ত। মাকেন চলছে উইকেটের পরিচর্যা। সাউন্ড সিস্টেম পরীক্ষার পাশাপাশি নিরাপত্তার মহড়াটা বেশি চোঁখে পড়েছে।
কাল দুপুরে ম্যাচ শুরু হবে। সকালে পাকিন্তান আর দুপুরের পর বাংলাদেশ অনুশীলন সেরে নিয়েছে। যদিও এ নিয়ে কলকাতাবাসীর মাথা ব্যাথা নেই। যেমনটা দেখা যায় ঢাকা মিরপুরে। ভারতীয় বা পাকিস্তানের অনুশীলন দেখতেও হাজার হাজার ভক্ত লাইন দেয়। সেটা কলকাতায় কল্পনা করা বোকামী। তবে কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পুরো কলকাতা তথা ভারত বাংলাদেশের সমর্থন দেবে। কারন পাকিস্তানের বিপক্ষে যে দল থাকবে তাদেরই সমর্থন নিয়ে থাকে ভারতীয় ক্রিকেট ভক্তরা। তেমনটাই লক্ষণ দেখা গেল কলকাতার রাস্তা গুলোতে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া