adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্ধশতাব্দী পর বেসামরিক প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মিয়ানমার

National League for Democracy (NLD) party leader Aung San Suu Kyi, second left leaves parliament building on Friday, March 11, 2016 in Naypyitaw, Myanmar. A longtime confidante of Suu Kyi was confirmed Friday in a parliamentary vote as one of the three final candidates to be Myanmar's next president, albeit as a proxy for the Nobel laureate. (AP Photo/Aung Shine Oo) আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি শুরু হয়েছে। এর মাধ্যমে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোন বেসামরিক নাগরিক দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট পদে তিন প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবেন পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা। বাকি দুই প্রার্থী হবেন ভাইস প্রেসিডেন্ট। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদে তিন প্রার্থীর নাম ঘোষণা হয়। এরমধ্যে এনএলডির দুইজন ও সামরিক বাহিনীর একজন রয়েছেন।

গত নভেম্বরে বিপুল ভোটে বিজয় লাভের প্রায় চার মাস পর গত সপ্তাহে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষ থেকে নোবেলজয়ী এই নেত্রীর ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত থিন কিউকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেওয়া হয়। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হয় হেনরি ভ্যান থিওকে।

অন্যদিকে পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসনে প্রতিনিধিত্বকারী সেনাবাহিনী ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে তৃতীয় একজন প্রার্থীকে।

এদিকে গতকাল দেশটির পার্লামেন্টারি কমিশনের সেনাসদস্য থান সোয়ে সু চির প্রেসিডেন্ট প্রার্থী থিন কিউয়ের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, থিন কিউ নির্বাচিত আইনপ্রণেতা নন। যদিও সংবিধানে এই পদের প্রার্থীর নির্বাচিত এমপি হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

গত বছরের নভেম্বরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হন নোবেল জয়ী অং সান সু চির দল এনএলডি। সাংবিধানিক বিধান অনুযায়ী বিদেশি নাগরিককে বিয়ে করায় প্রেসিডেন্ট হতে পারছেন না সু চি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া