adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজার্ভ চুরি আন্তর্জাতিক ষড়যন্ত্র : ছায়াতদন্ত কমিটি

2016_03_12_20_58_11_jup7rqDY7O2P90ZIWH364WHbHZf0SM_originalডেস্ক রিপোর্ট  : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে আন্তর্জাতিক চক্র জড়িত আছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) ছায়া তদন্ত দলের আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি জানান, এটা শুধু চুরি নয়, সুসংগঠিত অপরাধ (অরগানাইজড ক্রাইম)।

তিনি বলেন, এটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। আমাদের ইকোনমির ব্যাকবোন ভেঙে দেয়ার জন্য এটা করা হয়েছে। যে চক্রটি এ কাজ করেছে তাদের উদ্দেশ্য ছিল রিজার্ভকে শূন্যতে নিয়ে আসা। এর সাথে দেশের কারও সম্পৃক্ততা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।

তিনি আরও বলেন, বিদেশি পরামর্শকদের কিছু ফাইন্ডিংস আছে, আমাদেরও কিছু আছে। যে সূত্রগুলো পেয়েছি তা ক্রসচেক করার দরকার আছে। কারণ আমরা এখনো জানিনা যেসব আইড থেকে একাজ করা হয়েছে তাদের ইউজার কারা এবং তাদের কার্যক্রমের তালিকাগুলো সংরক্ষণ করা হয়নি কেন, এসব দেখতে হবে।

এ ঘটনাকে নাশকতার চেষ্টা হিসেবে অভিহিত করে তিনি বলেন, আমাদের টাকা চলে গেলে সরকারের ওপর একটা চাপ আসবে। রেভিনিউ, রিজার্ভের ওপর হিট করলে সরকারের ওপরই চাপটা আসে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া