adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিবিঘিœত ম্যাচে ডাচদের সান্ত্বনার জয়

dutch_105504ক্রীড়া প্রতিবেদক : টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে সান্ত্বনার জয় পেয়েছে নেদারল্যান্ডস। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১২ রানের জয় পেয়েছে তারা। এই সান্ত্বনার জয় নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে পিটার বোরেনদের।
আর আয়ারল্যান্ডকে জয়হীন থেকেই ফিরে যেতে হচ্ছে। আইরিশরা এর আগে ওমানের বিরুদ্ধে হেরেছিল। আর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। অন্যদিকে, নেদারল্যান্ডস নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হেরেছিল। আর ওমানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
রোববার বৃষ্টিবিঘিœত দিনে ম্যাচের ওভার কমিয়ে ছয় ওভারে আনা হয়। প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে ডাচদের পক্ষে স্টিফেন মাইবার্গ ২৭, টম কুপার ০, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে ২, ওয়েসলে ব্যারেসি ৮, পিটার বোরেন ১৪ ও মুদাসসার বুখারি ০* রান করেন। আর আইরিশদের পক্ষে জর্জ ডকরেল ৩টি উইকেট নেন।
পরে ৬০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন পল স্টার্লিং। আর ডাচদের পক্ষে পল ভ্যান মেকারেন ৪টি, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে ২টি ও টিম ভ্যান ডের গুগটেন ১টি করে উইকেট নেন। এদিন ম্যাচ সেরা হন নেদারল্যান্ডসের পল ভ্যান মেকারেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া