adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অনন্য’ বার্সায় মুগ্ধ এনরিকে

1.+Barcelona's+Lionel+Messi+vies+the+ball+against+Getafe's+Emiliano+Velazquez,+Juan+Rodriguez+and+Emi+Buendia.স্পোর্টস ডেস্ক : গেতাফেকে বড় ব্যবধানে হারানো ম্যাচে লিওনেল মেসি, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তাদের পারফরম্যান্সে মুগ্ধ লুইস এনরিকে।

আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে নিজেদের মাঠ কাম্প নউয়ে গত শনিবার গেতাফেকে ৬-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচ শেষে এনরিকে বলেন, “এটা অনন্য এক দল, বাকিদের চেয়ে আলাদা। মাঝে মাঝে মনে হয় প্রতিপক্ষের কিছুই করার নেই।”

গেতাফের বিপক্ষে লুইস সুয়ারেস, ইভান রাকিতিচ ও দানি আলভেসকে বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। তবে তাদের পরিবর্তে যারা মাঠে নামেন, তারাও ভালো খেলেন। আর এটাই বার্সেলোনাকে এগিয়ে রাখে বলে মনে করেন এনরিকে।

“এই পরিস্থিতিতে থাকাটা দারুণ আনন্দের। প্রত্যেকেই তাদের সুযোগ কাজে লাগাচ্ছে এবং দলকে কিছু দিচ্ছে।”

সুয়ারেসের পরিবর্তে এই ম্যাচে শুরুর একাদশে খেলতে নামেন মুনির এল হাদ্দাদি। লিগে এর আগের ম্যাচে নেইমারের অনুপস্থিতিতে শুরুর একাদশে খেলেন তিনি। দুটি ম্যাচেই গোল পাওয়া এই ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ এনরিকে।

“গোল করা, রক্ষণের কাজ; সব কিছু নিয়ে মুনিরের দারুণ একটি ম্যাচ গেছে।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া