adv
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দরিদ্র হারুনের কন্যা সুমাকে বাঁচান

SUMIদরিদ্র হারুন অর রশিদের কন্যা সুমা ১৯৮৭ সাল থেকে মরণব্যাধি থেলা সিমিয়া ব্লাড ক্যান্সার রোগে ভুগছেন। বাবা মিরপুর ১২ নং সেকশনের, সি ব্লকের ১৯ নং লাইনের একজন গরীব বস্তিবাসী। মেয়ের সু-চিকিতসার জন্য বিপুল পরিমান টাকা ব্যয় করার সামর্থ্য তার নেই।সে কারণে সমাজের বিত্তবান ও সুহৃদয় ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে তার পিতা মেয়ের চিকিতসা ও জীবন রক্ষার্থে আর্থিক সাহয্যের আবেদন জানিয়েছেন। 
সাহায্য পাঠাবার ঠিকানা- হারুন অর রশিদ, সঞ্চয়ী হিসাব নং- ২১১১০১৫৮৮০৩ ডাচ বাংলা ব্যাংক লিঃ পল্লবী শাখা, মিরপুর ঢাকা। বিকাশ নম্বর – ০১৭৬২১৭৪৪০৪  ফোন নং ০১৫৫৩৩৫১৬২৬
বিশেষ দ্রষ্টব্য : ‘জয়পরাজয়’ কর্তৃপক্ষ  আবেদনকারীর  সাথে যোগাযোগ কিংবা কোনো রকম আর্থিক লেনদেনের দায়িত্ব নেবে না। দাতা নিজেই আবেদনকারী প্রদত্ত তথ্যের  সত্যতা  যাচাই করে আর্থিক লেনদেনসহ সব রকমের সাহায্যে এগিয়ে আসবেন। – সম্পাদক

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া