adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতার মামলায় ফখরুলসহ ২৬ জন খালাস

fakrul_105142ডেস্ক রিপোর্ট : সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মী।

১০ মার্চ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লাহ এই আদেশ প্রদান করেন।

একই সঙ্গে মামলাটিতে রবিউল ইসলাম নয়ন, যোবায়ের হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখ্যযোগ্য অপর আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা সাইফুল আলম নিরব, আব্দুস সালাম, সালাউদ্দিন আহম্মেদ, ওবাইদুল হক, মহিদুল ইসলাম হিরু, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. সফিকুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করার জন্য ঘোষিত হরতাল চলাকালে আসামিরা ৩ জানুয়ারি রমনা থানাধীন পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে বোমা মারলে বাসে আগুন ধরে যায়। ফলে বাসযাত্রী শাহীনা আক্তার ও ফরিদ মিয়া মারা যান। বাসের ড্রাইভার বাবুল মিয়া গুরুতর আহত হন।

ওই ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন। ২০১৫ সালের ২৯ এপ্রিল ডিবি পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী বিএনপি জামায়াতের ২৬ জনকে অব্যাহতি আবেদন করে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া