adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন ও পাকিস্তানের একযোগে হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের

pkআন্তর্জাতিক ডেস্ক : চীন এবং পাকিস্তান একযোগে হামলা চালালে তা মোকাবেলার সামর্থ্য নেই বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। দেশটির বিমানবাহিনী বলছে, পর্যাপ্ত সংখ্যক বিমানের অভাবেই দুই দেশকে মোকাবেলা করা সম্ভব হবে না। 

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএএফ’র জন্য ৪২টি স্কোয়াড্রন বরাদ্দ থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ৩৩টি। এসব স্কোয়াড্রনে রাশিয়ার তৈরি বেশ কিছু এসইউ-৩০ বিমান রয়েছে। ভারতের প্রধান যুদ্ধবিমান বলতে এখন এসব পুরনো বিমানই আছে। 

ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানসহ সব বিমান মাঝেমাঝেই মেরামত করতে হয়। বাহিনীতে ১০০টি বিমান থাকলেও এর মধ্যে মাত্র ৫৫টি যেকোনো সময় ব্যবহার করা যাবে। 

এ পরিস্থিতিতে একযোগে দুই দেশের হামলা মোকাবেলার ক্ষমতা ভারতীয় বিমান বাহিনীর নেই। তবে আইএএফ বলছে, আগামী কয়েক বছরের মধ্যে একযোগে ভারতের বিরুদ্ধে হামলার কোনো আশংকা নেই। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া