adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি রফিক আজাদের অবস্থা শঙ্কটাপন্ন

10_105280নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিতসাধীন কবি রফিক আজাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

১১ মার্চ শুক্রবার সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে আধুনিক বাংলা সাহিত্যের এই কবিকে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অবস্থা খুবই শঙ্কটাপন্ন।

কবির স্ত্রী দিলারা হাফিজ বলেন, তার প্রেসার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে চিকিতসকরা জানিয়েছেন। নাক দিয়ে যে খাবার দেয়া হচ্ছে তা ফেরত আসছে। অক্সিজেনও ঠিক মতো কাজ করছে না।

দীর্ঘদিন ধরে কবি রফিক আজাদ ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগছেন।

১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কবি রফিক আজাদ। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি বাবামা’র কঠিন শাসন উপেক্ষা করে তিনি ভাষা শহীদদের স্মরণে খালি পায়ে মিছিল করেন।

রফিক আজাদ ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান। এছাড়া সাহিত্যে অবদানের জন্য হুমায়ুন কবির স্মৃতি (লেখক শিবির) পুরস্কারসহ আরও বেশ কয়েকটি পুরস্কার পান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া