adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ণ সূর্যগ্রহণ চলছে

full__104961নিজস্ব প্রতিবেদক : বুধবার ভোর থেকে পূর্ণ সূর্যগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সকাল ৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয় এই গ্রহণ। সকাল ১০টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ সকাল ৬টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে সকাল ৯টা ৩৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

বাংলাদেশের পাশাপাশি আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো পুবের দেশগুলোতেও।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, সর্বোচ্চ গ্রহণ সকাল ৭টা ৫৭ মিনিট ৬ সেকেন্ডে ঘটবে। গ্রহণযুক্ত অবস্থায়ই বাংলাদেশে সূর্যোদয় ঘটবে এবং তা সর্বোচ্চ ৪৫ মিনিট স্থায়ী হবে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিট ৯ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় বিকাল ৩টা ৮ মিনিট ১৪ সেকেন্ডে শেষ হবে।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ৬টা ৯ মিনিট ৪৯ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান লুইস শহরের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিট ৫০ সেকেন্ডে শেষ হবে।

যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ১১ টা ৫২ মিনিট ১২ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধু এ স্থানেই পূর্ণ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৪ এবং এর স্থায়িত্ব হবে ৪ মিনিট ১৪.১ সেকেন্ড।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া