adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মীর কাসেমকে ছাইড়া দিলে কলিজা ফাইটা যাইব’

news_img (6)নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘মীর কাসেম আলীকে আপিলে ছাইড়া দিলে কলিজা ফাইটা যাইব।’

৭ মার্চ সোমবার সচিবালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। কামরুল বলেন, ‘দোয়া করি, প্রত্যাশা করি এখনও রায়টা ঠিক হোক। মীর কাশেম আলীকে ছাইড়া দিলে কলিজাটা ফাইটা যাইব।’ 

এসময় তিনি দাবি করেন যে, তিনি বিচারাধীন বিষয় নিয়ে কোন কথা বলেননি।

তিনি বলেন, ‘আমি কিন্তু বিচারাধীন বিষয় নিয়ে কথা বলিনি।’ 

পরক্ষণেই কামরুল বলেন, ‘আমি কেন মন্তব্য করেছি তার ব্যাখ্যা দিয়েছি’।

এমনকী বিচারক গাঁজা খেয়ে রায় দিয়েছেন কিনা সেই প্রশ্নও তুলেছেন সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রী।

কামরুল ইসলাম বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করা যায় না। অ্যাটর্নি জেনারেলসহ অন্য বিজ্ঞ আইনজীবীরা যেমন বুঝেন, একজন আইনজীবী হিসেবে আমিও বুঝি।

তিনি বলেন, ‘কিন্তু হাইকোর্ট বিভাগের ৩ জন জজের নেতৃত্বে ট্রাইব্যুনালে মামলাটার বিচার হয়েছে। প্রসিকিউটররা প্রমাণ করতে পেরেছে বলেই তো শাস্তি হয়েছে আসামির। আমি যখন দেখি প্রকাশ্য আদালতে সেই প্রসিকিউটরদের বিরুদ্ধে একেবারে ধুয়ে ফেলছে!’

‘আদালত এক পর্যায়ে এমন কথাও বলছে যে, প্রসিকিউটররা মামলার নামে রাজনীতি করছে। যেটা মীর কাসেম আলীর লবিস্ট টবি ক্যাডম্যান বলে। বিএনপি-জামায়াতসহ আন্তর্জাতিক চক্র এসব কথা বলে বিচারকে বাধাগ্রস্ত করতে চায়। তখন কি আমি সংক্ষুব্ধ হব না, উদ্বিগ্ন হব না, তখন কি আমার রি-অ্যাকশন থাকবে না?’ সাংবাদিকদের কাছে এমন প্রশ্নও রেখেন সাবেক এই আইন প্রতিমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া