adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী দিবসে ফকরুল – নারী ও শিশু নির্যাতনে অতীতের রেকর্ড ভেঙেছে

fakrul_104864নিজস্ব প্রতিবেদক : গত এক বছরে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অভিযোগ করে বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নারী দিবস পালিত হয়, বাংলাদেশে সেভাবে পালন করা হচ্ছে না। কারণ দেশে গণতান্ত্রিক সরকার নেই, গণতন্ত্র নেই। আর গণতন্ত্র না থাকলে কারো অধিকারই থাকে না।’

আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত এক র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নিয়ে সরকারের মন্ত্রী-এমপিরা যেসব বক্তব্য দিচ্ছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এরসঙ্গে সত্যের লেশমাত্র নেই।’

গত একবছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে এমন দাবি করে তিনি বলেছেন, এই নির্যাতনের ঘটনা মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।’

আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীরা একজোট হয়ে কাজ করবে নারী দিবসে এমন প্রত্যাশার কথাও জানান ফখরুল।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলাদলের সভানেত্রী নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিলকিস জাহান শিরিনসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া