adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃস্টি থেমেছে, ম্যাচ শুরুর চেস্টা চলছে

Mirজহির বূইয়া ঃ বিকেলের পর থেকেই মিরপুরের আকাশ ভাড়ি হতে শুরু করে। আশংকা দেখা দেয় বৃস্টির আক্রমনের। অবশেষে সন্ধ্যা ৬টার দিকে বৃস্টি নেমে আসে। আর থামে ৬টা ৪২ মিনিটে। টানা বৃস্টির মধ্যেও উইকেটের মুল পিচ ঢেকে রাখা সম্ভব হলেও আউট ফিল্ড ঢেকে রাখার সুযোগ মেলেনি মাঠকর্ীদের। এশিয়া কাপের ফাইনাল সঠিক সময়ে শুরু হবে এটা কেউ আগাম বলতে পারছেনা।

কারন বৃস্টি থেমে গেলে মাঠ কর্ীরা ্আউট ফিল্ড শুকানোর চেস্টা শুরু করে। ম্যাচ যেহেতু ৭টা ৩০ মিনিটের সিডিউলে ছিল তাই ৪০ মিনিটে আউট ফিল্ড শুকানো সম্ভব না হলে ২০ ওভারের বদলে ১৫ ওভারে আয়োজনের সম্ভাবনাই বেশি। যে কোন উপায়ে আজ ম্যাচ আয়োজনের চেস্টা করবে আয়োজক বিসিবি। কারন আজকের পর আর কোন সিডিউল নেই এশিয়া কাপের ফাইনালের জন্য। আজকের পর দুই দলকেই ভঅরতের যেতে হবে টি২০ বিশ্বকাপের অংশ নিতে। তাই যা হবার আজই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া