adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৪০ দলের বিশ্বকাপ চান ফিফা সভাপতি

FIFA-PRESIDENTস্পোর্টস ডেস্ক :  বিশ্বকাপ ফুটবলে ৪০ দলের অংশগ্রহণ চান ফিফার নব নির্বাচিত সভাপতি গিয়াননি ইনফান্তিনো।  বর্তমানে ৩২ টি দল নিয়ে আয়োজন করা হয় বিশ্ব ফুটবলের এই টুর্নামেন্ট। ফিফাডটকমকে দেয়া এক সাক্ষাতকারে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান তার এ মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এটা গোপন নয় যে, আমি ৪০ দলের বিশ্বকাপ আয়োজনের পক্ষে।’

তার মতের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘৪০ দল মানে ফিফা মেম্বারশিপের মাত্র ১৯ শতাংশ। তাই বলে এটা এমন নয় যে, অনেকে এটাকে মহাদেশীয় টুর্নামেন্টের সঙ্গে তুলনা করেন, যেখানে ৩০ থেকে ১০০ শতাংশ সহযোগী দলকে সুযোগ দেয়া হয়।

তিনি আরো বলেন, ‘আমরা আরো আটটি দলকে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছি। কিন্তু আরো অনেক দলের অংশগ্রহণের স্বপ্ন আছে যারা সরাসরি বাছাই পর্বে খেলতে পারবে।’

সাবেক এই আইনজীবী জানিয়েছেন যে দল বৃদ্ধি করার জন্য ফিফার অনুমোদন লাগবে। তিনি বলেন, ‘অবশ্যই এ নিয়ে আরো বিশ্লেষণ ও আলোচনার দরকার আছে। আমাদের খেয়াল রাখতে হবে যে, এতে সূচিতে কোন ধরনের প্রভাব পরবে? তবে আমি মনে করি, কোনো ধরনের প্রভাব পরবে না।’

‘তবুও অত্যন্ত সতর্কতা এবং গুরুত্বসহকারে এ বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে। তারপর পরবর্তী পদক্ষেপ নেয়া উচিত’ -যোগ করলেন তিনি।

ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির পথেই হাঁটছেন ইনফান্তিনো। তারাও ৪০ দলের বিশ্বকাপের ইঙ্গিত দিয়েছিলেন।

যদি দলের সংখ্যা বাড়ানো হয়, তবে উয়েফার জন্য একটি, এশিয়ান ফুটবল ফেডারেশন এবং কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের প্রত্যেকটির জন্য দুটি, কনকাফ ও কনমেবোলকে দুটি এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের জন্য একটি দল নির্ধারিত থাকবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া