adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মলত্যাগ করিয়ে পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার

news_img (7)নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুল এলাকায় ২ ব্যক্তির পেটের ভেতরে থাকা ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

৪ মার্চ শুক্রবার বিকালে রফিকুল ইসলাম (২৬) ও আমিনুল ইসলাম (৩০) নামের ২ ব্যক্তির পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনকভাবে রফিকুলকে আটক করা হয়। প্রথমে রফিকুল তার কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পেটের ভেতর ইয়াবা রাখার কথা স্বীকার করেন। এরপর তাকে ওষুধ ও স্যালাইন খাইয়ে মলত্যাগ করানো হয়। তার মলের সঙ্গে ৪০টি পাতলা প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে ৫০টি ইয়াবা ছিল।

তিনি জানান, রফিকুলকে আরও জিজ্ঞাসাবাদ করলে আমিনুল অপর একজন ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকায় এসেছে বলে জানান। রফিকুলের মাধ্যমে আমিনুলকে ফকিরাপুল এলাকায় ডেকে আনা হলে তার কাছ থেকেও একই ভাবে ৬০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়।

২ জনের কাছ থেকে মোট ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক রফিকুলের বাড়ি টেকনাফে আর আমিনুরের বাড়ি সিরাজগঞ্জে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মঞ্জুরুল ইসলাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া