adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাচ-বাংলার টাকা লুটের ঘটনায় গ্রেফতার ২

news_img (3)ডেস্ক রিপোর্ট : জেলার কালিয়াকৈর উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মিন্টু ও লাভলু নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

৪ মার্চ শুক্রবার দুপুরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব মিয়া জানান, এটিএম বুথে টাকা লোডকারী সংস্থা মানি প্ল্যান্টের ৭ কর্মচারীকে জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়ে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।

কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার পাশের ডাচ-বাংলা ব্যাংকের একটি ফার্স্ট ট্র্যাক এটিএম বুথে বুধবার রাত আড়াইটার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান টাকা রাখতে আসে। দু’জন গানম্যান, নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ কর্মকর্তার উপস্থিতিতে মাইক্রোবাস থেকে দুটি ট্রাঙ্কে করে টাকাগুলো ওই বুথের ভেতর নিয়ে যাওয়া হয়। এ সময় একটি পিকআপযোগে ১০-১২ জন দুর্বৃত্ত বুথে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মী লিয়াকত হোসেনকে মারধর করে ১ কোটি ৯৪ লক্ষ ৯৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এদিকে লুট হওয়া ট্রাঙ্ক দুটি খালি অবস্থায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া