adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গণতন্ত্রের শেকড় গভীরে নিতেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন’

news_img (2)নিজস্ব প্রতিবেদক :  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র নির্বাচন তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ ও গণতান্ত্রিক চর্চা শুধু বেগবানই হবে না, গণতন্ত্রের শেকড় আরো গভীরে যাবে।’

৪ মার্চ শুক্রবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উদ্যোগে ৩১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে “টেকসই উন্নয়ন নিশ্চিত কল্পে দ্বি-স্তর বিশিষ্ট কৃষক সমবায় সমিতিসমূহের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মফিজুল ইসলাম, বিআরডিবির মহাপরিচালক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র্য ও প্রান্তিক কৃষক, মহিলা ও বিত্তহীন মানুষদের সংগঠিত করে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৭৩ সালে বিআরডিবির সহযোগী সংগঠন হিসেবে ‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’ গঠন করেন। এছাড়া সমবায়ের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রীয় এবং জাতীয় সমবায় সমিতিতে হস্তান্তর করেন।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ অনুযায়ী দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনাসহ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ অঙ্গীকারের আলোকে মানবসম্পদ ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকা-ের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে “একটি বাড়ি একটি খামার” প্রকল্প এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবির অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ সকল প্রকল্পসমূহের মাধ্যমে সমবায়ের মূলমন্ত্রকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে তথা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব।’

এসময় মন্ত্রী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যদের সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলা ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করতে উপস্থিত সমবায়ীদের প্রতি আহ্বান জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া