adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমিরাতকে হারিয়ে ভারতের টানা চতুর্থ জয়

India’s captain Mahendra Dhoni, center, takes the wicket of United Arab Emirates’ Farhan Ahmed, right, during the Asia Cup Twenty20 international cricket match between them in Dhaka, Bangladesh, Thursday, March 3, 2016. (AP Photo/A.M. Ahad) ক্রীড়া প্রতিবেদক : ফাইনালে খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়ে গেছে। তাই, ৩ মার্চ বৃহস্পতিবার লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে যেন ফাইনালেরই প্রস্তুতি সেরে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯ উইকেটে জয় পেল তারা।

লীগ পর্বে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলবে। চারটির চারটিতেই জিতেছে ভারত। অন্যদিকে, বাছাইপর্ব পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাত মূল পর্বে চারটি ম্যাচ খেলে জয়হীন থাকল।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দেয়া ৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত ব্যাট করল ১০.১ ওভার পর্যন্ত। ওপেনার রোহিত শর্মা ২৮ বল খেলে ৩৯ রান করে আউট হওয়ার পর শিখর ধাওয়ান ও যুবরাজ সিং দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

শিখর ধাওয়ান ১৬ রানে ও যুবরাজ সিং ২৫ রানে অপরাজিত থাকেন। আমিরাতের পক্ষে কাদির আহমেদ একটি উইকেট নেন। ইনিংসের ষষ্ঠ ওভারে কাদির আহমেদের বলে মোহাম্মদ নাভিদের হাতে ধরা পড়েন ওপেনার রোহিত শর্মা।

এদিন প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শাইমন আনোয়ার। আর ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এদিন ম্যাচ সেরা হন রোহিত শর্মা।

গতকালই পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আগামী ৬ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। লীগ পর্বে চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে মাশরাফিরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া