adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিভারপুলের প্রতিশোধ

Liverpool's-James-স্পোর্টস ডেস্ক : লিগ কাপ ফাইনালের প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে থাকা লিভারপুলকে ঠেকাতে পারেনি ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অতিথিদের উড়িয়ে দিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের জয়ে একটি করে গোল করেন অ্যাডাম লালানা, জেমস মিলনার ও রবের্তো ফিরমিনো।

গত রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে সিটির কাছে টাইব্রেকারে হেরেছিল লিভারপুল।

সে কষ্টে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার লক্ষ্যে বুধবার অ্যানফিল্ডে শুরু থেকেই সিটিকে চেপে ধরে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না দলটি। প্রতি-আক্রমণ থেকে দুয়েকবার চড়াও হওয়ার চেষ্টা করা অতিথিদের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় নিজেদের রক্ষণ সামলানোর দিকে মনোযোগ দিতে হয়।

একের পর এক আক্রমণের ফল পেতে ৩৩তম মিনিট পর্যন্ত অপেক্ষায় করতে হয় লিভারপুলকে। ইংল্যান্ডের অন্যতম সফল দলটিকে এগিয়ে দেন লালানা।

পিছিয়ে পড়া সিটি নিজেদের সামলে উঠার আগেই ব্যবধান বাড়ান মিলনার। রবের্তো ফিরমিনোর নিখুঁত পাস থেকে দারুণ দক্ষতায় জো হার্টকে পরাস্ত করে বল জালে পাঠান মিলনার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আসে লিভারপুলের সামনে। দিভোক ওরিগিসের ৪৭তম মিনিটে সেই প্রচেষ্টা কোনোরকমে ঠেকান সিটি গোলরক্ষক হার্ট।

 ৫৭তম মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি হার্ট। লালানার কাছ থেকে বল পেয়ে বল পাঠানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেননি ফিরমিনো।
বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। বিক্ষিপ্তভাবে তৈরি করা দুয়েকটা সুযোগ কাজে লাগাতে পারেনি সিটিও।

২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগের চার নম্বরে রয়েছে সিটি। ৪১ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে লিভারপুল। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লেস্টার সিটি।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে সোয়ানসি সিটির কাছে ২-১ ব্যবধানে হেরেছে আর্সেনাল। ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে দলটি। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পার একমাত্র গোলে হেরেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে।

ঘরের মাঠে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলপার্থক্যে নগর প্রতিদ্বন্দ্বী সিটির পেছনে পড়েছে লুইস ফন খালের দলটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া