adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর আনন্দাশ্রু

seikh_hasina1456949645 (1)নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে আবেগ ধরে রাখতে পারলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিঝরা ২ মার্চ টাইগারদের জয়ে আবেগে আপ্লুত হয়ে আনন্দ অশ্রুতে অনুভূতি প্রকাশ করেন তিনি।  স্মরণীয় সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেলেছে সাড়া। ক্রিকেট পাগল বঙ্গবন্ধু কন্যার শুভাকাঙ্খিরা ছবিটি ফেসবুকে শেয়ার করে জানাচ্ছেন অভিনন্দন বার্তা।
 
ফজিলাতুন নেসা বাপ্পী ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘দেশের বিজয়ে এমন আবেগ যিনি ধারণ করেন তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’
 
রাকিবুল মিথুন নামে আরেকজন লিখেছেন, ‘শ্রদ্ধা,আবেগ ও ভালোবাসা….।”
 
খেলার শুরু থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে পুরো খেলা উপভোগ করেন তিনি। তিনি বুধবার পাকিস্তানের ইনিংস শুরু হওয়ার পর ৭টা ৫০ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেন।
 
স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতির ঘোষণা ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উতসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। টাইগারদের প্রতিটি দৃষ্টিনন্দন শটের সময় প্রধানমন্ত্রীকে হাততালি দিয়ে উতসাহিত করতে দেখা গেছে।
 
এর আগেও এমন অনেক ম্যাচে টাইগারদের উতসাহিত করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি।
 
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ আগামী ৬ মার্চ ভারতের সঙ্গে ফাইনালে খেলবে। এর আগে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হেরেছিল বাংলাদেশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া