adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিদের ভয়ঙ্কর মানছেন মহসিন খান

2016_03_02_13_56_25_UN2iAst2OwFFM0KwfwEsjgCty7aMS6_originalস্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পরই এশিয়া কাপের খেলায় মিরপুরে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। দুই দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিতলেই স্বাগতিকদের সামনে ফাইনালের হাতছানি। অপরদিকে পাকিস্তান টিকে থাকবে শিরোপা লড়াইয়ের দৌড়ে। 

এমন সমীকরণ মাথায় নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় মাশরাফি-সাকিবদের বিপক্ষে লড়াই করবেন আফ্রিদি-আমিররা। তার আগে পাকিস্তান দলকে সাবধানী বাণী শুনিয়ে রাখলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার মহসিন। জানিয়ে রাখেলেন, প্রতিপক্ষ হিসেবে মাশরাফিরা বড়ই ভয়ঙ্কর।

এপিপিকে দেয়া এক সাক্ষাতকারে মহসিন খান বলেন, ‘সম্প্রতি পাকিস্তান বাজেভাবে খেলছে। এসবের কোনো কিছুই তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। তাই দারুণ উজ্জ্বীবিত দল বাংলাদেশের বিপক্ষে আফ্রিদিদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। যদি পাকিস্তান দলে নাটকীয় কিছু পরিবর্তন না ঘটে, তাহলে মাশরাফিরা তাদের ভয়ঙ্কর রূপটাই প্রদর্শন করবে। কেননা স্বাগতিকদের জন্য আজ বাঁচা-মরার লড়াই।’

মহসিন খান পাকিস্তান দলের ক্রিকেটারদের ‘কাটা ঘাঁয়ে নুনের ছিটা’ দিলেন এভাবে, ‘হার-জিত এটা খেলারই অংশ। কিন্তু পাকিস্তানের প্রতিভাবান দলটি খেলছে ছন্দহীনভাবেই। দেখবেন, আমাদের টপঅর্ডাররা রীতিমতো ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। তাদের দলে থাকা নিয়েও তো রয়েছে অনেক প্রশ্ন।’

সম্প্রতি এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের এমন বাজেভাবে হার হয়তো তাড়িয়ে বেড়াচ্ছে মহসিনকে। অনুজদের ওপর ক্ষোভ ঝারলেন এভাবে, ‘আমাদের জাতীয় দলটা কঠিন সময় পার করছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ডের পর এশিয়া কাপেও পাকিস্তান নিজেদের হারিয়ে খুঁজছে। দেখুন, এই টুর্নামেন্টে ভারতের কাছে আমরা কীভাবে নাস্তানাবুদ হলাম!’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া